গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বেসরকারী হজ এজেন্সি আকবর হজ গ্রæপ বাংলাদেশ-এর প্রতারণার শিকার হজযাত্রীদের হজে পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তেক্ষেপ কামনা করেছেন গ্রæপ লিডারগণ। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। এতে লিখিত ব্যক্ত পাঠ করেন ক্ষতিগ্রস্ত গ্রæপ লিডার আব্দুর রকিব। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের গ্রæপ লিডার হাজী জয়নাল আবেদনী, রংপুরের গ্রæপ লিডার আসলাম হোসেন খান, সাতক্ষীরার গ্রæপ লিডার আবু হাসান, খুলনার গ্রæপ লিডার মাওলানা মহসীন উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, ময়মনসিংহের নান্দাইলের গ্রæপ লিডার সাইফুল মালেক ও মুফতী ফোরকান। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি আকবর হজ গ্রæপের চেয়ারম্যান ও গাজীপুর এয়ার ট্রাভেলস (৭৮২)-এর স্বত্বাধিকারী লুৎফর রহমান ফারুকী ও তার সহযোগিরা প্রায় দুই হাজার প্রাক-নিবন্ধিত হজযাত্রী’র নিবন্ধন না করে প্রায় ৫০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। গ্রæপ লিডার জয়নাল আবেদীনের ১১৪ জন হজযাত্রীর ১ কোটি ৩৩ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক লুৎফর রহমান ফারুকী। এ ব্যাপারে পল্টন থানায় প্রতারক লুৎফর রহমান ফারুকীসহ ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩। আকবর হজ গ্রæপের হজযাত্রী সংগ্রহকারী গ্রæপ লিডার মো: আব্দুর রকিব এ কথা বলেন। প্রতারক লুৎফর রহমান ফারুকী সউদী আরবে অবস্থান করছে। তার গ্রেফতারকৃত স্ত্রী তামান্না রহমান তার লোকজনকে দিয়ে গ্রæপ লিডারদের নানা ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারক চক্রের কাছ থেকে হজযাত্রীদের আতœসাৎকৃত কোটি কোটি টাকা উদ্ধার করে তাদের এবার দ্রæত সরকারীভাবে হজে পাঠানোর জন্য জোর দাবী জানানো হয়। গত ৩ এপ্রিল এ ব্যাপারে সৃষ্ট সংকট নিরসনের দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি পেশ করা হয়েছে। এদিকে, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব (হজ) মো: হাফিজ উদ্দিন বলেন, এক নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে, আকবর হজ গ্রæপের প্রতারণার শিকার হজযাত্রীগণ তাদের প্রাক-নিবন্ধন বাতিল করে সরকারীভাবে প্রাক-নিবন্ধন করে হজ প্যাকেজের পুরো টাকা দিয়ে হজে যাওয়ার সুযোগ পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।