Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আইটি শিক্ষার্থীদের জন্য এক মিলিয়ন মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বাংলাদেশী আইটি শিক্ষার্থীদের জন্য এক মিলিয়ন মার্কিন ডলারের স্কলারশিপ বা শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান পিপল্ এন টেক। আগামী এক বছরের মধ্যে উপযুক্ত বাংলাদেশী শিক্ষার্থী এই সুবিধার আওতায় বিনা/ স্বল্প খরচে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রযুক্তি খাতে কাজের সুযোগ পাবেন। পিপল্ এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু বকর হানিফ নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘোষিত বৃত্তির আওতায় সফটওয়্যার ট্রেস্টিং বিষয়ে ৫০জন, ডেভেলপারস ৫০জন, ফ্রন্ট এনড ডেভেলপমেন্ট ৫০জন এবং ডেটাবেজ এ্যামিনিস্ট্রেশন ৫০জন শিক্ষার্থীকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বর্তমানে এর প্রতিটি বিষয়ে কোর্স ফি ৪ হাজার মার্কিন ডলার নেওয়া হয়। কিন্তু বৃত্তিপ্রাপ্তরা কোনো ফি ছাড়াই অথবা নামমাত্র ফি’র বিনিময়ে কোর্স সম্পন্ন করে সরাসরি চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। পিপল্ এন টেক বিগত কয়েক বছর তাদের বিভিন্ন স্কুলের মাধ্যমে ৫ হাজারেরও বেশি তরুন-তরুনীদের প্রশিক্ষণ প্রদান শেষে আমেরিকার প্রযুক্তি-বাজারে সরাসরি কাজের সুযোগ করে দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীও রয়েছে। প্রতিষ্ঠানটি ইতোধ্যেই ঢাকায় একটি ক্যাম্পাস চালু করেছে। সেখান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিতে আকষর্ণীয় বেতনে কাজের সুযোগ পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে িি.িঢ়ররঃ.ঁং ঠিকানায় যোগাযোগের জন্য বলা হয়েছে।

 



 

Show all comments
  • Nannu chowhan ১১ এপ্রিল, ২০১৮, ৯:৩৪ এএম says : 0
    This person staying in US but how the way trying to help Bangladeshi student giving scholarships. His great job for our student He isn’t only helping only at the same time he’s showing to our education department & ministry how to achieve the goal for the futures of our students....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ