Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজবা বাপ্পীর প্রথম একক অ্যালবাম কথা গুলো গান হোক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সম্প্রতি ‘কথা গুলো গান হোক’ শিরোনামে সঙ্গীতশিল্পী বাপ্পীর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামের তিনটি গান লিখেছেন বাপ্পী নিজেই। এছাড়া মিউজিক কম্পোজ করেছেন বর্ণ চক্রবর্তী, নাহিদ হাসান, শাফায়েত বাধন এবং কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণ। গানগুলোর সুর করেছেন বাপ্পী নিজেই। অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেরেছেন বর্ণ চক্রবর্তী। বাপ্পি বলেন, নিজের স্বাধীন ভাবনা এবং কথা সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই অ্যালবামটি প্রকাশ করেছি। এতে দ্বৈত গানে তার সঙ্গে কন্ঠ দিয়েছেন মৌমিতা এবং ক্ষুদে গান রাজ ২০০৯ সালের চ্যাম্পিয়ন নুসরাত প্রান্তি। অ্যালবামটি হিউজ স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এছাড়াও গানগুলো জিপি মিউজিক, রবি ইউন্ডার এবং বাংলালিংক ভাইভে শ্রোতাদের জন্য অবমুক্ত করে দেয়া হয়েছে। শীঘ্রই অ্যালবামের গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেজবা বাপ্পী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ