বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকারী চাকরীতে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ২য় দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এক বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাবি শাখার আহ্বায়ক খান মুনতাসির আরমান বলেন, “সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তা আগামী তিন দিনের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি না হয় তাহলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।” এই সময় শিক্ষার্থীরা হাতে তালি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানান।
এসময় তিনি আরো বলেন, “আমরা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বেড়ে উঠেছি। আমাদের আন্দোলন ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’। কিন্তু মতিয়া চৌধুরী আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক। তাই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
সমাবেশ শেষে শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকল ক্লাস পরীক্ষা বর্জন করেছে জাবি শিক্ষার্থীরা। বিভাগ ও অনুষদগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
অন্যদিকে জাবি শিক্ষক সমিতি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক। তাই সরকারের উচিৎ এ বিষয়ে বিবেচনা করা।’ এছাড়া বিবৃতিতে জাবি শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পাশাপাশি জাবি ছাত্রদলও এক বিবৃতিতে পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।