বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে মঙ্গলবার নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ও সদর উপজেলা ইউনিট ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি মো. সামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি নুরুল আমিন, ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, সদর উপজেলার সাবেক কমান্ডার আইয়ুব আলী, সুভাষ দত্ত, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, সদস্য হাবিবা রহমান খান শেফালী ও আনোয়ার হোসেন আজাদ প্রমুখ। পরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।