পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিডল ইস্ট মনিটর : সউদী আরবের পাবলিক প্রসিকিউটর গত বছরের শেষে শাহজাদা, কর্মকর্তা ও ব্যবসায়ীগণের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত ও যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন। একজন কর্মকর্তা রোববার নিখিল আরব সংবাদপত্র আল-শারক আল-আওসাতকে এ কথা জানান।
সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গত বছর নভেম্বরে সউদী কর্তৃপক্ষ বহু লোককে আটক করে। তাদের রিয়াদের পাঁচতারা হোটেলে আটক রাখা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়। কর্মকর্তা বলেন, যেসব আটক ব্যক্তি সরকারের সাথে সমঝোতায় উপনীত হননি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে।
বিশ^ব্যাপী বিনিয়োগকারী শাহজাদা আল ওয়ালিদ বিন তালালসহ তাদের অধিকাংশই দায়মুক্তি ও সরকারের সাথে সমঝোতার পর মুক্তিলাভ করেন। কিন্তু গত জানুয়ারিতে সরকার বলে, সমঝোতায় না পৌঁছানো ৫৬ জন আটক রয়েছেন এবং তারা বিচারের সম্মুখীন হতে পারেন।
তদন্ত বিষয়ক ডেপুটি এটর্নি জেনারেল সউদ আল হামাদ আল-শারক আল-আওসাতকে বলেন যে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে তাদেরকে অর্থ আত্মসাৎ বা সন্ত্রাসবাদের মামলায় বিচারের জন্য আদালতে পাঠানো হবে। হামাদ বলেন, যারা তদন্তপ্রক্রিয়ার আওতায় রয়েছেন তাদের কেউকেউ গোপন চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন, অন্যদিকে অন্যরা পুনরায় অনির্ধারিত অপরাধ করেছেন।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান সউদী আরবের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে বহুমুখী করার পরিকল্পনার অংশ হিসেবে দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন। তার ফলেই তাদের গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।