Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পাথরের আঘাতে শ্রমিকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভের পাথর উত্তোলনের কাজ করার সময় অসাবধানতা বশত সজোরে ছিটকে আসা পাথরের আঘাতে মোস্তফা কামাল (৩৩) নামের এক পাথর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় পাথর খনির ভূ-গর্ভে এ ঘটনা ঘটে। জানা গেছে, পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভে কর্মরত স্টোপিন বিভাগের হেলপার মেকানিক মোস্তফা কামাল কর্মরত অবস্থায় সোমবার আনুমানিক সকাল ৯টায় অসাবধানতা বশত পাথরের টুকরো সজোরে ছিটকে এসে তার অন্ডকোষে আঘাত করলে ঘটনা স্থলেই সে মারাত্বকভাবে আহত হয়। সাথে সাথেই তাকে ভূ-গর্ভ থেকে তুলে জিটিসির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্যে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একই দিন দুপুর আনুমানিক সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাথরের আঘাতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ