রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাঙালি নদীর ঘাট দখল করে নদীর চর কেটে বালু বিক্রি করছে প্রভাবশালীরা। এতে নদীর তীরবর্তী কৃষকের ফসলী জমি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবিষয়ে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না।
জানা যায়, নিমগাছী ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে বাঙালি নদী। নদীতে বর্তমানে পানি না থাকায় জেগে উঠেছে বালু চর। গত কয়েক দিন যাবত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ওই ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাঙালি নদীর ঘাট দখল করে অবাদে নদীর চর কেটে বালু বিক্রি করে আসছে। প্রতিট্রাক বালু বিক্রি করা হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। তবে নদীর চর কেটে বালু বিক্রি করায় ওই এলাকার শতাধিক কৃষকের ফসলী জমি বৃষ্টির পানিতে ধসে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
এ বিষয়ে ওই এলাকার আজিবর রহমান, মজনু মিয়া ও চাঁন মিয়া জানান, গত কয়েকদিন ধরে ফরিদপুর গ্রামের আব্দুল খালেক, আনিছুর রহমান, আপেল মাহমুদ, মাসুদ রানা ও বকুল মিয়া সহ ১০/১২ জন প্রভাবশালী ব্যক্তি ফরিদপুর গ্রামের বাঙালি নদীর ঘাট দখল করে নদীর চর কেটে বালু বিক্রি করে আসছে। প্রতিদিন নদীর চর কেটে ১৫/২০ ট্রাক বালু বিক্রি করেছে। তবে নদীতে গ্রামের অনেক মানুষের জমি থাকলেও ওই প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে চর কেটে বালু বিক্রি করছে। এতে নদীর তীরবর্তী ফসলী জমি বৃষ্টির পানিতে ধসে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তবে এভাবে নদীর চর কেটে বালু বিক্রি করলে বর্ষা মৌসুমেই ওই সকল এলাকা সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তবে এবিষয়ে অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়ায় স্থানীয় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে। ধুনট থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।