বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় হৃদয় শিকদার মিন্টু নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসসুম ইসলাম এ রায় ঘোষনা করেন।
এ বিষয়ে ওই আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী মোহাম্মদ ফোরকান মিঞা সাংবাদিকদের জানান, আসামি মিন্টু যশোরের শার্শা থানার বেনাপোল রাজাবাড়ি এলাকার গণি শিকদারের ছেলে। আসামির উপস্থিতিতে রায় ঘোষনা করেন বিচারক। পরে সাজা পরোয়ানা দিয়ে ধর্ষক মিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, আসামি মিন্টু নাবালিকা ভিকটিমের আপন খালু। এ সুযোগে হঠাৎ ১৩ সালের ২৩ জুন ভিকটিমের খালার অসুস্থতার কথা বলে মোটরসাইকেলে করে পুরান ঢাকার একটি বাড়িতে নিয়ে জোর করে ধর্ষন করে। কয়েকমাস পরে ভিকটিমের শারীরিক ও মানসিক অবস্থা অবনতি হলে বাংলাদেশ মহিলা পরিষদের সহায়তায় ঢাকা মেডিকেলে চিকিৎসা করা হয়। এসময় ডাক্তার জানায়, ভিকটিম গর্ভবতী। এ ঘটনায় (ভিকটিমের খালা) আসামির স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।