প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স-এ আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ রচিত আবৃত্তি বিষয়ক গ্রন্থ ‘কবিতা ও আবৃত্তির কথা’র প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটি নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সাহিত্যিক আখতার হুসেন, অধ্যাপক আহমেদ রেজা এবং সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার। ‘কবিতা ও আবৃত্তির কথা’ বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন। মূর্ধন্য প্রকাশনীর প্রকাশক সঞ্জয় মজুমদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনার ফাঁকে ফাঁকে গ্রন্থের অংশবিশেষ পাঠ করেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ সাত্তার কল্লোল, সুপ্রভা সেবতী এবং কাজী বুশরা আহমেদ তিথি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী মীর মাসরুর জামান রনি।
ছবিঃ ইকবাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।