Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পার্বতীপুর জংশন স্টেশনে অবৈধ স্থাপনা ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ রেলওয়ে, পার্বতীপুর জংশন স্টেশনে অবৈধ স্থাপনা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করা হয় গত ৪ এপ্রিল সকাল সাড়ে ৯ টায়। এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন প্রধান ভূ-সস্পত্তি কর্মকর্তা ড. মোঃ আব্দুল মান্নান, মোবাইল কোর্ট পরিচালনা করেন আবু তাহের মোঃ সামসুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পার্বতীপুর, দিনাজপুর। উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশী প্রদীপ কুমার সাহা, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম, নিরাপত্তার দায়িত্বে ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি সদস্যবৃন্দ। অভিযান পরিচালনা কালে মোট ৮০টি অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে নগদ ৪ হাজার ৩শত টাকা জরিমানা আদায় এবং বিভিন্ন সাইজের প্রায় ১ হাজার মিটার বৈদ্যুতিক কেবল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় স্থানীয় কাউন্সিলর সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ উচ্ছেদ অভিযানের ভূয়সী প্রশংসা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ