Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশ উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল বলেছেন, দেশ উন্নয়নের জন্যে নৌকার বিকল্প নেই। এই সরকারের উন্নয়ন কেউ থামাতে পারবে না। গতকাল শনিবার বিকাল ৩টায় চরফ্যাশন উপজেলার পশ্চিমাঞ্চল দুলারহাট থানা উদ্বোধন শেষে নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। ভোলা জেলা পুলিশ সুপার মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, উপমন্ত্রী জ্যাকবের একান্ত প্রচেষ্টায় দুলাহাট থানা হওয়ায় এ এলাকা মাদক মুক্ত থাকবে। সাধারণ মানুষের জানমাল নিরাপদে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, আমার বাবার প্রথম কর্মস্থল দুলাহাট। দুলাহাট উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। এই সময় বক্তব্য রাখেন, নীলকমল ইউপি’র চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, মজিবনগরের আবদুল অদুদ মিয়া, নুরাবাদের মুস্তাফিজুর রহমান, আবুবক্করপুরের সিরাজ জমাদার প্রমুখ। সুধী সমাবেশের পূর্বে নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। ইতিপূর্বে উপজেলার বিছিন্ন দ্বীপ চরকুকরী-মুকরীর চরপাতিলা স্বাস্থ্য সেবা ও নারী উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। ওই সময় এক সুধী সমাবেশ কুকরী-মুকরী ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়নকেন্দ্র চর-পাতিলার নারীদের জন্য আশার বার্তা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। চরাঞ্চলের অসহায় মহিলাদের জন্য বিজিএফ ও বিজিডি কার্ড দিগুণ করা হবে। চরের হত-দরিদ্র নারীদের জন্য ১০০টি সেলাইর মেশিন বরাদ্দের ঘোষণা দেন। বিশেষ অতিথি ছিলেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ