Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় থেমে থাকা বাসকে ধাক্কা দিয়ে খাদে ট্রাক

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় থেমে থাকা একটি বাসকে ধাক্কা দিয়ে বাসসহ খাদে পড়েছে দ্রুতগতির একটি ট্রাক। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয় বলে জানা গেছে। গতকাল শনিবার ভোরে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের গৌরীপুর এলাকায় সড়কের পাশে থেমে থাকা একটি বাসকে ধাক্কা দেয়। ট্রাকটি দ্রæতগতিতে থাকায় থেমে থাকা বাস ও ট্রাক মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। রাতে বৃষ্টি হওয়ায় রাস্তা কিছুটা পিচ্ছিল থাকায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি বলে পুলিশের ধারণা।
হাইওয়ে পুলিশ বলছে, বাসটিতে কোনো যাত্রী বা কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে খাদে পড়ে যাওয়া ট্রাকের চালক ও সহকারী কিছুটা আহত হয়েছে। তাদেরকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদে ট্রাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ