Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আ’লীগের সাথে ভোটে বিএনপি-জামায়াত জয়ী হতে পারবে না -রেলমন্ত্রী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘চৌদ্দগ্রামের সাবেক সাংসদরা কোনো উন্নয়ন করেনি। তারা শুধু লুটপাট করেছে। অতিতে বিএনপি-জামাত ভোটে আ’লীগের সাথে জয়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না’। তিনি আরও বলেন, বাইরের কোন আলেম ও মহিলা দ্বীন শিক্ষা দেয়ার দরকার নেই। কারণ, আমাদের স্থানীয় আলেম রয়েছে। এটা জামায়াতের নতুন কৌশল। তারা স্বাধীনতার শত্রু এবং স্বাধীনতা বিরোধী। দেশের সর্বোচ্চ আদালতে তারা দোষী। গতকাল শনিবার বিকেলে নবনির্মিত চৌদ্দগ্রাম পৌর ভবনসহ ৪৩ কোটি ১৭ লাখ ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন পাঁচটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন। এ উপলক্ষ্যে পৌরভবনের সামনে আয়োজিত বিশাল সমাবেশে পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, লক্ষীপুর জেলা দায়রা জজ আবুল কাশেম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, নাঙ্গলকাট পৌরসভার মেয়র আবদুল খালেক, চান্দিনা পৌরসভার মেয়র মফিজুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের, হোমনা পৌরসভার মেয়র অ্যাড. নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর প্রসন্ন একাডেমীর ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রীতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ

১৪ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ