প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘তেরে বিন লাদেন’ কমেডি ফিল্মটিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলে আলি জাফর। এর সিকুয়েল ‘তেরে বিন লাদেন : ডেড অর অ্যালাইভ’এও তিনি অভিনয় করবেন, তবে বিশেষ একটি ভূমিকায়।
দুটি চলচ্চিত্রের পরিচালক অভিষেক শর্মা বলেছেন, “আলি রূপায়িত চরিত্রটির যাত্রা প্রথম ফিল্মটিতে শেষ হয়েছিল। এই ফিল্মটি শর্মাকে (মনীশ পাল) নিয়ে। এই চলচ্চিত্রটিতে আলির জন্য একটি খুব বিশেষ ভূমিকা আছে। আপনারা চলচ্চিত্রটি দেখলেই বুঝতে পারবেন আলি কেন কেন্দ্রীয় চরিত্র করতে পারল না।”
“ট্রেইলার দেখলেই এতে কিছুটা আভাস পাওয়া যাবে। শুধু আলি জাফরই বিশেষ ভূমিকাটি করতে পারত। আমার মনে হয়না মনীশ যে ভূমিকাটি করছে সেটি আলি করতে পারত। উত্তর ফিল্মটিতেই পাওয়া যাবে। দর্শক দেখতে আলির অভাব বুঝতে পারবে না, এমনই তার ভূমিকা,” শর্মা আরও বলেন। প্রথম চলচ্চিত্রে আলি এক তরুণের ভূমিকায় অভিনয় করেছিলেন যে মরিয়া হয়ে যুক্তরাষ্ট্র যেতে চায়। আর এটি এমন এক তরুণের গল্প যে ফিল্ম নির্মাণ করে বিখ্যাত হতে চায়, দিল্লির চাঁদনি চকে বাবার সঙ্গে জিলাপি ভাজতে নয়। ১৯ ফেব্রæয়ারি ‘তেরে বিন লাদেন : ডেড অর অ্যালাইভ’ মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।