Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাথরঘাটায় নিজে বাঁচার অপচেষ্টায় প্রতিপক্ষের নামে মিথ্যা ধর্ষণ মামলা

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বরগুনার পাথরঘাটায় নিজেদের অপকর্ম ঢাকার জন্য প্রতিপক্ষের নামে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের। এলাকাবাসী সূত্রে জানা গেছে দীর্ঘ দিন যাবৎ পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসীন্দা মৃতঃ কেতাব আলী গংদের সাথে প্রতিবেশী মোঃ তৈয়ব আলী গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ৩০মার্চ তৈয়ব আলী গংদের ওপর অতর্কিত ভাবে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মৃতঃ কেতাব আলীর ছেলে মো.বজলুর রহমান (৪০) মো.মাসুম বিল্লাহ (৩০) বজলুর রহমান এর স্ত্রী মোসাঃ খুশি বেগমসহ অজ্ঞাত আরো ৩/৪ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এদিকে আসামীরা নিজেদের অপকর্ম ঢাকার জন্য গত মঙ্গলবার বজলুর রহমান এর শিশু কন্যা তৃতীয় শ্রেণির ছাত্রীকে ভিকটিম করে বজলুর রহমান এর স্ত্রী মোসাঃ খুশি বেগম বাদী হয়ে তৈয়ব আলীর ছেলে মো.তানভীর, মো.মারুফ দফাদারের ছেলে আল-আমিন ও আঃ জব্বার সিকদারের ছেলে মো. কবির হোসেনের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। তানভীর এর আইনজীবি সূত্রে জানা গেছে তানভীর এর প্রতিপক্ষ তানভীর গংদের বিরুদ্ধে যে, ধর্ষণ মামলা করেছিল গত বৃহস্পতিবার পাথরঘাটা ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত মামলা মিথ্যা বলে মামলার বাদী স্বীকার করেছেন। এ ব্যাপারে প্রতক্ষদর্শী শহিদুলের স্ত্রী মোসাঃ আকলিমা, আল-আমিন এর স্ত্রী মোসাঃ রোজিনা, মো.মঞ্জু মোক্তার, মো.ইমরানসহ একাধিক ব্যক্তি উল্লেখিত ঘটনার সত্যতা স্বীকার করেন বজলুর রহমান। এ ব্যাপারে বজলুর রহমানের ০১৮৩৮৭...৪৫ নাম্বারে বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ