Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বড়ি দূর সে আয়ে হুঁ’তে তপস্যা শ্রীবাস্তব

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

‘তারক মেহতা কি উল্টা চশমা’ এবং ‘সাবধান ইন্ডিয়া’ শোগুলোতে সাময়িক ভূমিকা এবং ‘প্রীতম পেয়ারে অওর উও’ এবং ‘চক্রবর্তিন অশোক সম্রাট’ সিরিয়াল দুটিতে পূর্ণাঙ্গ ভূমিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন তপস্যা শ্রীবাস্তব।
এবার অভিনেত্রীটি সাব টিভির ‘বড়ি দূর সে আয়ে হুঁ’ কমেডি শোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই শোটি প্রধানত বসন্ত ঘোটাল (সুমিত রাঘবন) আর তার পরিবারের সদস্যদের আজব আর হাস্যকর কাজকর্ম ঘিরেই আবর্তিত হয়। তারা যে অন্য গ্রহ থেকে এসেছে তা পড়শিদের কাছ থেকে গোপন করার জন্য তারা সব সময় ব্যস্ত থাকে। সামনের একটি কাহিনীধারা থাকবে রনি (বখতিয়ার ইরানি) আর লিসাকে (তানাজ কারিম) ঘিরে। তারা কমেডি শোতে আর বাস্তবেও দম্পতি।
তপস্যা এতে নিশার ভূমিকায় অভিনয় করবেন। সে রনির সাবেক প্রেমিকা। অনেক বছর পর তাদের দুজনের দেখা হবে। এতে লিসা ঈর্ষান্বিত হয়ে উঠবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘বড়ি দূর সে আয়ে হুঁ’তে তপস্যা শ্রীবাস্তব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ