Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের চিকিৎসা ক্যাম্প

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গত ৩ এপ্রিয় জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হেলথ র্পাটনার হিসেবে কাজ করে ইনসাফ বারাকাহ্ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। চলচ্চিত্র দিবসে ইনসাফ বারাকাহ্ হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে প্রায় ২০০ চলচ্চিত্র কলাকুশলী ও শিল্পীদের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। দিনশেষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, মোহাম্মদ হোসেন জেমীসহ অন্যান্য পরিচালকের উপস্থিতিতে ইনসাফ বারাকাহ্ হাসপাতাল ও চিকিৎসা ক্যাম্পের পক্ষ থেকে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক- আকবর হোসেন পাঠান (ফারুক)- কে এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিচালক সমিতির পক্ষে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এই সময় হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার (একাউন্টস এন্ড ফিন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস সহ আরো অনেকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ