Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

৮ এপ্রিল মুক্তি পাচ্ছে অনেক দামে কেনা

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ৮ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘অনেক দামে কেনা’। যদিও অনেক আগেই সিনেমাটির মুক্তির কথা ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ সব ধাপ শেষ করে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয় ছবিটি। ব্যবসায়িক দিক বিবেচনায় এনে সময়-সুযোগের অপেক্ষায় ছিল ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স জাজ মাল্টিমিডিয়া। শেষমেশ পহেলা বৈশাখকেই মোক্ষম সময় ভাবছে নির্মাতাপক্ষ। ছবিটি জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনা। চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’র ছায়া অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনেতা ডিপজলের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি এবং বাপ্পি। এখানে একজন অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন মাহি। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। এদিকে আবার প্রথমবার ডিপজলের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন বাপ্পি-মাহি। ছবির গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্ব কাটাতে প্রতি রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান তিনি। আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এক সময় বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার কথা। ‘সিটি লাইটস’ ছবিটির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে অনেক দামে কেনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ