প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রবীণ চলচ্চিত্রাভিনেত্রী রানী সরকার অনেক দিন পর অভিনয়ে এলেন। নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তরুণ নির্মাতা মারিয়া তুষারের ‘গ্রাস’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন রানী সরকার। এতে রানী সরকারকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীর ভ‚মিকায় দেখা যাবে। মারিয়া তুষারের এটিই প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি বেশকিছু বিজ্ঞাপন ও তথ্যচিত্র নির্মাণ করেছেন। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন পরিচালক নিজেই। গ্রাস স¤পর্কে পরিচালক মারিয়া তুষার বলেন, একেবারেই আলাদা একটি গল্পের ছবি গ্রাস। রানী সরকারকে ঘিরেই ছবির মূল গল্প। চমৎকার অভিনয় করেছেন তিনি। বাস্তবসম্মত গল্পের কারণেই দর্শক ছবিটি দেখবেন। রানী সরকার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন তমা মির্জা, জ্যোতিকা জ্যোতি, আর .বি. প্রীতম, কচি খন্দকার, রানী সরকার, বাদল শহিদ, মনিরা মিঠু, শিখা খান, শুভ খান, কাজী উজ্জল ও শেলী রহমান প্রমুখ। ছবিতে মোচ ৪টি গান রয়েছে। গানের সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি। ইতোমধ্যে ছবির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি স¤পাদনা শেষে এপ্রিল মাসেই সেন্সরে জমা দেয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।