Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ র‌্যাব সদস্যের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ এক র‌্যাব সদস্য একাধিক মিথ্যা মামলা বাঁচতে সাংবাদিক সম্মেলন করেছেন। গতকাল দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে তালাকপ্রাপ্ত স্ত্রী মিরা খাতুনের দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ র‌্যাব-১৪ তে কর্মরত মোঃ শাকিবুর রহমান। শাকিবুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের ইসাহাক আলী মিয়ার ছেলে। শাকিবুর রহমান সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, স্ত্রীর দায়ের করা দেন মোহর ও খোরপোশের মামলা ঝিনাইদহের পারিবারিক আদালতে নিস্পত্তি হওয়ার পরও তার সাবেক স্ত্রী কাজীর সহায়তায় জাল কাবিননামা তৈরী বরে দ্বিতীয় দফায় আরেকটি হয়রানিমুলক মামলা করেন। এই মামলায় তার বৃদ্ধ পিতামাতাকেও আসামী করা হয়েছে। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামের মুরাদ আলীর মেয়ে মিরা খাুতনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী অবাধ্য চলাফেরা, বন্ধুদের সাথে আড্ডা, পরকীয়াসহ বিভিন্ন জঘন্যতম কাজে লিপ্ত হয়। এ সব কাজের প্রতিবাদ করলে স্ত্রী আমাকে চাকরিচ্যুত করার জন্য পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ দেয়। তাতেও কাজ না হলে সে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের মামলা করে। মামলায় হেরে গিয়ে পরকীয়া সম্পর্কের জের ধরে ২০/০২/২০১৮ ইং তারিখে আত্মীয় স্বজনের সহযোগিতায় আমার ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও টাকা নিয়ে একমাত্র কন্যাসন্তান ফেলে রেখে পালিয়ে যায়। এরপর গত ২২/০৩/২০১৮ ইং তারিখে তালাক প্রদানসহ আদালতের মাধ্যমে দেনমোহর ও খোরপোশ বাবদ দুই লাখ ২০ হাজার টাকা পরিশোধ করি। এরপরও সে জাল কাবিননামা তৈরি করে পুনরায় ৪ লাখ ৫০ হাজার টাকা আদায়ের জন্য মামলা করছে। আর এই জাল কাবিননামা তৈরী করতে সহায়তা করেছে হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের কাজী পায়রাডাঙ্গা গ্রামের মোঃ আজিজুর রহমান। জাল কাবিন তৈরীর বিষয়ে হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের কাজী মোঃ আজিজুর রহমান বলেন, আমার কাছে তালাকের কাগজ আছে। সেটা দেখেই আমি দ্বিতীয়বার বিয়ে পড়িয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রীর নির্যাতনে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ