Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোলি আর্টিজান হামলায় সাগরের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর কাছে সাগর এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে তাকে ১২ দিনে দুই দফা রিমান্ডে নেয় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির এ স্বীকারোক্তি গ্রহণের আবেদন করেন। গত ২১ মার্চ গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার ২২ মার্চ সাত দিন ও ৩০ মার্চ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, সাগর গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি। তিনি ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল। ২০১৪-১৫ সালে তামিম চৌধুরীর হাত ধরে তিনি নব্য জেএমবিতে যোগ দেন। নব্য জেএমবিতে তিনি বোমা তৈরির কারিগর হিসেবেও পরিচিত ছিলেন। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এর আগে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গির সবাই নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ