Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সৈয়দ আলী আহসান লিটন

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : খালিদের জনপ্রিয় গান সরলতার প্রতিমা ও কোন কারণে ফেরানো গেল না তাকে গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈয়দ আলী আহসান লিটন। ভিডিওগুলো খুব শীঘ্রই সাউন্ডটেকের ব্যানারে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। সৈয়দ আলী আহসান লিটন ১৬ বছর ধরে মিডিয়ায় কাজ করছেন। একজন চুজি ডিরেক্টর হিসেবে তিনি পরিচিত। যেনতেন কাজ করা তার পছন্দ নয়। তাই শুটিংয়ে যাওয়ার আগে পূর্ব পরিকল্পনা করে শট সিলেকশন, লোকেশন, কস্টিউমসহ সবকিছু রেডি করে কাজে যান তিনি। এখন নতুন কাজ করছেন, ইলিয়াস হোসেন, আজাদ সুমনসহ অনেকের মিউজিক ভিডিওর কাজ। ইতিমধ্যে রিলিজ হয়েছে ইসরাত জাহান জুঁই, লাবুসহ অনেকের মিউজিক ভিডিও। তিনি অসংখ্য জনপ্রিয় গানের ভিডিও ডিরেকশন দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আরফিন রুমির তোমার চোখে আকাশ আমার, সাবা ও আসিফের পৃথিবী অনেক বড়সহ অনেক ভিডিও গান। লিটন বলেন, এখন কাজ কম হলেও কোয়ালিটি ভালো। তাই এখন তুলনামূলকভাবে ভালো মানের বড় বাজেটের কাজ করছি। তিনি বলেন, প্রতিটি চ্যানেলে প্রতিদিন মিউজিক ভিডিও বিষয়ক অনুষ্ঠান হোক- এটাই আমার দাবি। যেখানে প্রতিটি চ্যানেলে প্রতিদিন অনেক নাটক, অনুষ্ঠান প্রচার হয় কিন্তু গান বিষয়ক বা মিউজিক ভিডিও বিষয়ক অনুষ্ঠান প্রচার তেমন একটা হয় না। তাই মিউজিক ভিডিও নিয়ে প্রতিদিন প্রতিটি চ্যানেলে অনুষ্ঠান প্রচার করা প্রয়োজন। তাহলে নতুন শিল্পীরা, বা সংঙ্গীতাঙ্গন নিয়ে শ্রোতাদের আরো আগ্রহ বৃদ্ধি পাবে। প্রচার বিমুখ লিটন বলেন, প্রচার মাধ্যমগুলো শুধু শিল্পীদের খোঁজে, কিন্তু পেছনের কারিগর বা নির্মাতাদের খোঁজেন না। আমরা তো কাজ করেই যাচ্ছি, আমার অসংখ্য কাজ জনপ্রিয়তা পেয়েছে। কাজ দিয়ে মানুষের মনে আনন্দ দিয়েছি। কিন্তু আমার নাম, বা ফেইসটা অগোচরে থেকে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সৈয়দ আলী আহসান লিটন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ