Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালজমিন-এর ১৫০তম প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজিত ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী আজ অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের আয়োজনে স্থানীয় মহসিন অডিটরিয়ামে এই প্রদর্শনী হবে। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী, এতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। ১৯ মে ২০১১ ইং তারিখে নাটমন্ডলে ‘লালজমিন’ নাটকটি প্রথম প্রদর্শিত হয়। সেই থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ও বিদেশের মাটিতে একর পর এক নাটকটির প্রদর্শনী হয়ে আসছে। মোমেনা চৌধুরী বলেন, শুরু থেকে নাটকটির প্রতি দর্শকদের আকর্ষণ আমাদের পথচলাকে গতিময় করেছে। ১৫০তম প্রদর্শনী আগে তিন জন মুক্তিযোদ্ধা নারী প্রদ্বীপ প্রজ্জলন করবেন। উপস্থিত থাকবেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশ করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশ্বসাহিত্য কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যারা আমাদের ‘লালজমিন’ নাটকটি প্রদর্শন করার সুযোগ করে দিয়েছেন। আর আমাদের সবটুকু ভালবাসা দর্শকদের জন্য। তাঁদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়েছি। কৃতজ্ঞতা জানাই, সকল প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের, যাঁরা ‘লালজমিন’ নাটকের সংবাদ প্রচার করে আমাদের পথচলাকে করেছেন গতিশীল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালজমিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ