Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারলেও চ্যাম্পিয়ন আবাহনী!

আশা আছে রূপগঞ্জ-শেখ জামালেরও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গ্রæপ পর্বে চড়াই-উতরাই হলেও শেষ দিকে শীর্ষে থেকেই সাপুর লিগ নিশ্চিত করে আবাহনী। সেই যে শীর্ষে ওঠা আর নামানো যায়নি মাশরাফি-নাসিরের দলকে। আসরের গোড়াপত্তান হতে যাচ্ছে আজ, জিতলে তো বটেই হারলেও সেই আবাহনীর হাতেই ফিরছে শিরোপা! কিছুটা কঠিন হলেও লিজেন্ডস অব রূপগঞ্জও আশা করতে পারে, কিঞ্চিত সুযোগ থাকছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও! এমনই ত্রিমুখী এক সমীকরণ নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগে শেষ রাউন্ডে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ রূপগঞ্জ। কিঞ্চিত সুযোগ হাতে নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিয়ম রক্ষার ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব খেলবে গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে। আবাহনী-রূপগঞ্জের ম্যাচ সকাল সাড়ে ৯টায় শুরু হলেও অন্য দু’টি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
শিরোপা নির্ধারণে আবাহনী-রূপগঞ্জ এবং শেখ জামাল-খেলাঘরের ম্যাচ দুটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রূপগঞ্জ ও শেখ জামাল দৌঁড়ে থাকলেও, শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে কেবল আবাহনীরই। কারন নিজেদের শেষ ম্যাচ জিতলেই শিরোপা জয় নিশ্চিত হবে আবাহনীর। অবশ্য না জিতলেও শিরোপা জয়ের সুযোগ থাকবে আবাহনীর। কারণ চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে থাকা অন্য দু’দল রুপগঞ্জ-শেখ জামালের চেয়ে রান রেটে অনেক এগিয়ে আবাহনী। সেক্ষেত্রে নিজেদের ম্যাচে হেরে গেলেও হারের ব্যবধানটা কম হতে হবে আবাহনীর।
এখন পর্যন্ত ১৫ খেলা শেষে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ২০ করে পয়েন্ট রূপগঞ্জ-শেখ জামালের। রুপগঞ্জকে হারালে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলবে আবাহনী। আর যদি রূপগঞ্জ জিতে যায় তবে আবাহনীর সমান পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে রান রেট বিবেচনায় আসবে। আর অন্য দিকে খেলাঘরের বিপক্ষে শেখ জামাল জিতলে আবাহনী-রূপগঞ্জের সাথে রান রেটের লড়াইয়ে নামবে জামাল। অবশ্য রান রেটেও সবার চেয়ে বেশ এগিয়ে আবাহনীই।
আবাহনীর রান রেট ০.৮৬৮, রূপগঞ্জের রান রেট ০.৫০৭ ও শেখ জামালের রান রেট ০.২৫১। রান রেটের এমন চিত্রই বলে দিচ্ছে, ম্যাচ কম ব্যবধানে হারলেও রান রেটে এগিয়ে থাকলে শিরোপা আবাহনীর ঘরেই যাবে। আর সহজ সমীকরনে, রূপগঞ্জকে হারালে রান রেটের লড়াইয়ে না গিয়ে জয় দিয়ে শিরোপার স্বাদ পাবে আবাহনী। তাই জয় দিয়েই শিরোপা নিশ্চিত করতে চাইছেন আবাহনীর অফ-স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, ‘ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হবো। অবশ্যই টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া। আমরাও অনেক সিরিয়াস আছি। আমরা আমাদের শতভাগ দিতে চেষ্টা করবো।’ লিগের শেষ ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদি মিরাজ, ‘এটি বাঁচা-মরার ম্যাচ। আমরা অবশ্যই আশাবাদী। সবাই শতভাগ দিতে পারলে ভালো করা সম্ভব। দলে সকলে নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জয় সহজ হবে।’
শিরোপা লড়াইয়ে যারা
দল ম্যাচ জয় হার টাই পয়েন্ট নে.রা.রে
আবাহনী ১৫ ১১ ৪ ০ ২২ ০.৮৬৮
রূপগঞ্জ ১৫ ১০ ৫ ০ ২০ ০.৫০৭
শেখ জামাল ১৫ ১০ ৫ ০ ২০ ০.২৫১

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ