Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতি ৫ দিনে দুই দিন করে ধর্মঘট চলবে তিন মাস

টানা ধর্মঘটে অচল ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থা

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর শ্রম আইন সংস্কারের প্রতিবাদে রেল শ্রমিকদের ডাকা ধর্মঘটে ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিবিসি জানায়, ‘বø্যাক টিউজডে’ নামে শুরু হওয়া এ ধর্মঘট তিনমাসের বেশি সময় ধরে চলবে। প্রতি পাঁচদিনে দুই দিন করে ধর্মঘটে যাবে রেল শ্রমিকরা। ফ্রান্সের সরকারি রেল কোম্পানি এসএনসিএফ’র কর্মীরা ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছে। শক্তি এবং বর্জ্য বিভাগও এ ধর্মঘটে যোগ দিয়েছে। গত বছর মে মাসে প্রেসিডন্ট নির্বাচিত হওয়ার পর ম্যাখোঁ এই প্রথম সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছেন। এসএনসিএফ’র প্রায় ৭৭ শতাংশ ট্রেন চালক এবং কোম্পানির মোট ৩৪ শতাংশ কর্মী এ ধর্মঘটে অংশ নিচ্ছেন বলে জানায় বিবিসি। দ্রæতগতির টিজিভিএস ট্রেনের আটটির মধ্যে গত মঙ্গলবার মাত্র একটি ট্রেন ছেড়েছে। আর পাঁচটি আঞ্চলিক ট্রেনের মধ্যে এদিন মাত্র একটি পূর্বনির্ধারিত সময় স্টেশন ত্যাগ করেছে। রাজধানী প্যারিসে কমিউটার লাইনও বন্ধ ছিল। যে কারণে বাসে অতিরিক্ত ভিড় দেখা গেছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় সড়কগুলোতে গাড়ির চাপ বেড়ে গেছে। এমনকি এদিন ব্যস্ত সময়ে সড়কে ২৪০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমান আইনে এসএনসিএফ কর্মীরা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে। তার মধ্যে অন্যতম হল: তাদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়ে, চাইলে আগেই অবসরে যাওয়ার সুযোগ আছে, বছরে বেতনসহ ২৮ দিন ছুটি এবং চাকরি স্থায়ী হওয়ার পর বরখাস্ত করার সুযোগ নেই। এছাড়া, কর্মীদের নিকট আত্মীয়রা বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ পায়। ম্যাখোঁর শ্রম আইন সংস্কার প্রস্তাবে শ্রমিকদের এ সমস্ত সুযোগ-সুবিধা কমবে। এএফপি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ