নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের পরীক্ষামূলক নতুন সার্ভিস আইন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ব্যবহৃত হচ্ছে না বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। নতুন সার্ভিস আইন অনুযায়ী সার্ভিসের সময় শাটলটি মাটি থেকে ঠিক ১.১৫ মিটার উপরে থাকবে। গত মার্চে মর্যাদাকর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে নতুন আইনটি ব্যবহৃত হলেও তা নিয়ে ব্যপক সমালোচনা হয়। নতুন আইন নিয়ে ভারতীয় তারকা শাটলাররা ছাড়াও ড্যানিশ তারকা ভিক্টর এক্সেলসেন ও চায়নার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন লিন ডানও বেশ সমস্যায় পড়েছিলেন। আজ থেকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে পুরনো আইন অনুযায়ী সার্ভিসের সময় শাটল কোমরের উপরে রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে তারকা খেলোয়াড়দের মনে।
বিশেষ করে নতুন আইনের বিপক্ষে ভারতীয় শাটলাররা বেশ সোচ্চার ছিল। ভারতীয় তারকা পিভি সিন্ধু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশীপে হঠাৎ করেই এই আইন চালু করার ব্যপারে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের সমালোচনা করে বলেছিলেন এই আইন ধারণ করতে খেলোয়াড়দের আরো সময় দেয়া উচিৎ ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।