Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট জাত’র ভারত বন্ধে রাজ্যে রাজ্যে অচলাবস্থা

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে নীচু জাত বা ছোট জাত হিসেবে অবহেলিত দলিত, তফসিলদের ডাকা বন্ধে সমগ্র দেশে তুলকালাম কাÐ। রাজ্যে রাজ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন তফসিলি জাতি ও উপজাতির লোকেরা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নৃশংসতা প্রতিরোধ (এসসি/এসটি) আইন, ১৯৮৯ সংশোধন করে ‘একচোখ’ আইনে পরিণত করার প্রতিবাদে গত সোমবার ভারতজুড়ে বন্ধের ডাক দেয় কয়েকটি দলিত সংগঠন। এদিন সুপ্রিমকোর্ট জানায়, তফসিলি জাতি ও উপজাতিদের সুরক্ষা আইন নিয়ে জরুরিভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। এতে অগ্নিগর্ভ হয়ে ওঠে সারা দেশ। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে লাঠি, রড, তলোয়ার, ব্যাট হাতে চলে বিক্ষোভ। এ প্রতিবাদ-বিক্ষোভে নিহত হয়েছেন ৯ জন। এর মধ্যে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ গুলি চালালে মধ্যপ্রদেশের মোরেনা ও গোয়ালিয়রে চারজন নিহত হয়েছেন বলে জানান মধ্যপ্রদেশের আইজি আইনশৃঙ্খলা মকরন্দ ডেউস্কর। ভারতজুড়ে এ বনন্ধ প্রায় ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। আটক হয়েছেন প্রায় ৩ শতাধিক বিক্ষোভকারী। ট্রেন এবং সড়ক অবরোধে স্তব্ধ হয়ে পড়ে পরিবহন পরিসেবা। টায়ার জ্বালিয়ে, দোকানপাট ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়। জ্বালিয়ে দেয়া হয় বহু গাড়িও। মারাঠে তিনটি বাসে আগুন লাগানো হয়। রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে ইন্টারনেট, মোবাইল পরিসেবা বন্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, বোতল ছুড়লে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ধস্তাধস্তিতে আহত দু’পক্ষেরই অনেকে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে গÐগোলের মাঝে পড়ে আহত হন সংবাদমাধ্যমের কর্মীরা। পাঞ্জাবে সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দিয়েছে বোর্ড। এবিপি, এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ