মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আবারও সা¤প্রদায়িক উত্তেজনার গুজবের বিরুদ্ধে প্রচারণার পাশাপাশি আসানসোলের শীতলডাঙ্গা এলাকা ছেড়ে যাওয়া হিন্দুদের বাড়ি ও দোকানপাট রক্ষার দায়িত্ব নিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী প্রতিবেশীরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন থেকে আসানসোলে ইমামের অনুপ্রেরণায় গুজবের বিরুদ্ধে সেখানকার স¤প্রীতির পক্ষের মানুষের মাঠে নামার খবর জানা যায়। গতকাল মঙ্গলবার ডেইলি নিউজ এন্ড এনালাইসিস তাদের এক প্রতিবেদনে জানায়, ছোট ছোট দলে ভাগ হয়ে শীতলডাঙ্গার তরুণেরা পালাক্রমে সেখানে থাকা অল্প কয়েকটি হিন্দু পরিবারের ঘরবাড়ি পাহারা দিচ্ছেন। নিশ্চিত করছেন সেখানের নিরাপত্তাও। তারা জানিয়েছেন, ইমামের অনুপ্রেরণায় এলাকায় হিন্দুদের একমাত্র মন্দিরটিকেও আগলে রেখেছেন তারা। অপরদিকে, সা¤প্রদায়িক উত্তেজনায় সন্তান হারানোর পর শান্তির ডাক দেওয়া ইমাম রশিদির জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছে ভারতের একটি বেসরকারি সংস্থা সাভেরা। সামাজিক সচেতনতায় কাজ করা ‘সাভেরা’ নামের বেসরকারি উন্নয়ন সংস্থাটি গত সোমবার আয়োজিত এক শোকসভা থেকে এই দাবি তুলেছে। দ্য ট্রিবিউন ইন্ডিয়ার খবর থেকে এই দাবির কথা জানা গেছে। ইমাম মওলানা ইমদাদুল রশিদিকে ভারতের সর্বোচ্চ বেসামরিক শান্তি পুরস্কার ‘ভারতরতœ’ দেওয়ার দাবিরও প্রতিধ্বনি তুলেছে সংস্থাটি। ঘটনার দুই দিনের মাথায় নন্দিত গায়ক কবীর সুমনও একই দাবি তুলেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস, টিবিউন, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।