Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মুসলিম হত্যায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ -আল কুদস কমিটি বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ৬:২৬ পিএম

ইসরাইলের সন্ত্রাসী হামলায় ফিলিস্তিনের গাজায় ১৬ মুসলিম হত্যার প্রতিবাদে আল কুদস কমিটি বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. শাহ কাওছার মোস্তফা আবুল উলাই ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান এক যুক্ত বিবৃতিতে বলেছেন- ফিলিস্তিনের নিরস্ত্র মুসলিম হত্যা ইসরাইলের রুটিন মাফিক কর্মসূচীতে পরিণত হয়েছে। তারা এইরূপ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, জাতিসংঘের প্রতি আহ্বান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিন। ফিলিস্তিনের স্বাধীনতাই মধ্যপাচ্যের শান্তির একমাত্র গ্যারান্টি। নেতৃবৃন্দ আরও বলেন- ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরাইলের যে হত্যাকাণ্ডে ঘটিয়েছে এর “স্বাধীন ও নিরপেক্ষ” তদন্তের প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এহেন আচরণের তীব্র নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্রের এই আচরণের মাধ্যমে আবারও প্রমাণ করে দিলো ইসরাইল ও যুক্তরাষ্ট্র মুসলিম হত্যায় একই মুদ্রার এপিঠ-ওপিঠ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ