Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচএসসি পরীক্ষার আগের দিন রাতে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

দায়িত্বহীনতার চরম পরাকাষ্ঠা!

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আগের দিন বিকেলে ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে টান্সফরমার মেরামত করে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ দায়িত্বহীনতার চরম পরাকাষ্টা প্রদর্শন করেছে। ঘৃন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কর্তব্য জ্ঞানহীনতার। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় হাজার হাজার ছাত্র ছাত্রীর পড়াশুনা মারাত্মক বিঘেœর সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার ছিল সারা দেশে এইচএসসি ও আলীম পরীক্ষার নির্ধারিত তারিখ। এই উপলক্ষে রোববার দিন হাজার হাজার ছাত্র ছাত্রী চুড়ান্ত পড়াশুনা ও পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। এসময় বিকেল ৫টায় হঠাৎ নরসিংদী জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘন্টাকালব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর ছাত্র, শিক্ষক, অভিভাবকরা বিদ্যুৎ সম্পর্কে সাংবাদিকদের নিকট খবর নিতে ফোন করতে থাকে। সাংবাদিকরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানতে পারে যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে শহরের বাসাইলে একটি বৈদ্যুতিক ট্রান্সফারমার মেরামত করা হচ্ছে। এব্যাপারে সাংবাদিকরা সমিতির কর্মকর্তাদেরকে এই মর্মে অনুরোধ জানান যে, রাত পোহালে এইচএসসি পরীক্ষা। এ মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাজার হাজার ছাত্র ছাত্রী মারাত্মক বিব্রতকর অবস্থায় পতিত হয়েছে। তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। পড়াশুনা করতে পারছে না। সন্ধ্যা ৬টায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদেরকে অনুরোধ করা হলেও দীর্ঘ ৫ ঘন্টা পর রাত ৯টায় তারা বিদ্যুৎ সরবরাহ চালু করে। এ ঘটনাটি জানানোর জন্য নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সাইরুল ইসলামের ফোন নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন তার এক আর্দালী। তিনি জানান স্যার এখন নামাজ পড়ছেন। নামাজ শেষ করলে আপনাকে ফোন করতে বলবো। কিন্তু এরপর তিনি কোন যোগাযোগ করেননি। এ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসি পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ