Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তনার মন ভালো নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কখনো কখনো মানুষের মন খারাপ এমন পর্যায়ে চলে যায় তখন কোন কিছুকেই সহ্য হয় না, ভালো মনে হয় না। সবচেয়ে কাছের মানুষটিকেও মনে হয় যোজন যোজন দূরের। নিজেকে পৃথিবীর সবচেয়ে নি:সঙ্গ মনে হয়। আর এ রকম সময় যদি কানের কাছে মিস্টি সুরে বেজে ওঠে ‘আজ আমায় বলো না কিছু আমার মন ভালো নেই’ তবে মন্দ হয় না। বরং বুকটা তখন হালকা হয়, মনটা ভালো হয়। আর এভাবে মন ভালো করতেই নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম মন ভালো নেই। আসাদ সরকারের কথা সুরে গানটিতে কন্ঠ দিয়েছে শান্তনা। তারায় তারায় দ্বীপশিখায় প্রতিযোগিতার রার্নাস আপ শান্তনার এটিই প্রথম মৌলিক গান। গানটি ইউটিউবে পাওয়া যাচ্ছে। অভিনেত্রী সুমাইয়া শিমু ও এস.এন.জনি অভিনয় করেছেন এ মিউজিক্যাল ফিল্মে। নির্মাণ করেছেন নাট্য নির্মাতা শফিকুল ইসলাম রিপন। ইউটিউবে গানটি এনেছে প্রিয়ন্তী এইচডি। গানটি সম্পর্কে আসাদ সরকার বলেন, গানটি শুনে ভালো লাগবে না এ রকম মানুষ খুব বেশি পাওয়া যাবে না। শান্তনা অসাধারণ গেয়েছে গানটি। নতুন এ মেয়েটির গানটি সবাইকে শোনার ও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শান্তনা বলেন, আমার প্রথম মৌলিক গান। এর আগে গানটি বেশাখী টিভির লাইভ প্রোগামে গিয়েছিলাম। সেখানে গানটিকে মানুষ সাদরে গ্রহণ করেছে। মিউজিক্যাল ফিল্মেও সে ভাবেই গ্রহণ করবে এমন আশাই করছি। সবার শুভ কামনা প্রত্যাশা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্তনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ