প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি উইকিপিডিয়া শীর্ষ ৩০ বাঙালির নাম প্রকাশ করেছে। এার মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের খ্যাতিসমপন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। এমন খবর বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ তথ্যটি সঠিক নয় বলে উইকিপিডিয়া জানিয়েছে। উইকিপিডিয়া বাংলাদেশের সেক্রেটারি নাহিদ সুলতান জানিয়েছেন, সমমপ্রতি উইকিপিডিয়া থেকে সেরা বাঙালির স্বীকৃতি প্রদানের যে সংবাদটি প্রকাশ হয়েছে সেটি সঠিক নয়। উইকিপিডিয়ার আর্টিকেলে ছবি যুক্ত করা বা লেখার এটি একটি সাধারণ প্রক্রিয়া এবং কোন একজন নির্দিষ্ট ব্যক্তির ছবি কোন একটি আর্টিকেলে থাকা মানে এটা বুঝায় না যে, উইকিপিডিয়া বা উইকিমিডিয়া ফাউন্ডেশন (উইকিপিডিয়ার তত্বাবধানকারী সংস্থা) সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বীকৃতি দিয়েছে বা তাকে পুরস্কৃত করেছে। তিনি আরও বলেন, উইকিমিডিয়ার সব আর্টিকেল সাজাতে ছবি ব্যবহার করা হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন জাতি সংক্রান্ত আর্টিকেলেও ছবি ব্যবহার করা হয়েছিল। ২০১৫ সালের মাঝামাঝিতে কয়েকজন স্বেচ্ছাসেবক বাঙালি জাতি নিয়ে যে আর্টিকেলটি লেখা হয় সেটিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিদের ছবি নিয়ে একটি ফটোফ্রেম তৈরি করে সংশ্লিষ্ট আর্টিকেলে যুক্ত করেন (এরপর এটি কয়েকবার পরিবর্তন হয়েছে)। এটি উইকিপিডিয়ার আর্টিকেল লেখা ও ছবি যোগ করার একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যেকোন সময় পরিবর্তন হয়। নিরপেক্ষতা বজায় না রেখে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে আর্টিকেলে কেউ ছবি যুক্ত করে দিতে পারেন এবং জাতি সংক্রান্ত আর্টিকেলে শুধুমাত্র কয়েকজনের ছবি দিয়ে একটি জাতিকে উপস্থাপন করা যায় না; এসব কথা চিন্তা করে ২০১৬ সালের প্রথম থেকেই একটি নীতিমালা তৈরি করা হয় যে, জাতি সংক্রান্ত যেকোন আর্টিকেলে উপস্থাপনের জন্য শুধুমাত্র উক্ত জাতির কয়েকজন ব্যক্তির ছবি দিয়ে ফটোফ্রেম তৈরি করে আর ব্যবহার করা হবে না। তারপর আস্তে আস্তে জাতি সংক্রান্ত উইকিপিডিয়া আর্টিকেল থেকে এ ধরণের ছবি মুছে ফেলা শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।