Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার নাম ব্যবহার করে যারা চাকরি পেয়েছে তাদের চিহ্নিত করুন -পরিকল্পনা মন্ত্রী

মেহেদী হাসান কুবি থেকে | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,‘ বিশ^বিদ্যালয়ের উন্নয়নের জন্য আপনারা প্রস্তাব দেন আমি দু’মাসের মধ্যে প্রজেক্ট অনুমোদন করে দিব। প্রধানমন্ত্রী চান এ বিশ^বিদ্যালয়ের নাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হোক, আমিও তাই চাইবো। এ বিশ^বিদ্যালয়ে ভাল কাজের চেয়ে দুর্নীতিই বেশি হয়েছে। প্রত্যেকটি চাকরি কিভাবে এখানে হল, আমার নাম কিভাবে ব্যবহার করা হল সেগুলো খতিয়ে বের করবেন এবং তাদেরকে স্বসম্মানে বিশ^বিদ্যালয় ছেড়ে চলে যেতে বলবেন। আমি কারো চাকরির জন্য সুপারিশ করি নাই।’ এছাড়াও বিশ^বিদ্যালয়ের আবাসিক সংকট দূরীকরণসহ বিশ^বিদ্যালয়কে তথ্য প্রযুক্তি ভিত্তিক বিশ^বিদালয় গড়ে তুলতে সহায়তার আশ্বাস প্রদান করেন মন্ত্রী। গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে তিনি এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,‘ বিশ^বিদ্যালয়ের উন্নয়নের জন্য আপনারা প্রস্তাব দেন আমি দু’মাসের মধ্যে প্রজেক্ট অনুমোদন করে দিব। প্রধানমন্ত্রী চান এ বিশ্ববিদ্যালয়ের নাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, আমিও তাই চাইবো। এ বিশ্ববিদ্যালয়ে ভাল কাজের চেয়ে দুর্নীতিই বেশি হয়েছে। প্রত্যেকটি চাকরি কিভাবে এখানে হল, আমার নাম কিভাবে ব্যবহার করা হল সেগুলো খতিয়ে বের করবেন এবং তাদেরকে স্বসম্মানে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে বলবেন। আমি কারো চাকরির জন্য সুপারিশ করি নাই।’ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট দূরীকরণসহ বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদালয় গড়ে তুলতে সহায়তার আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
এদিকে নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা ‘কুমিল্লা বিশ^বিদ্যালয় বার্তা’র উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ ভাগে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ