Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুরের রোজ গার্ডেন হোটেল থেকে ৭ নারীসহ আটক ১৪

ধরাছোঁয়ার বাইরে হোটেল কর্তৃপক্ষ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত রোজ গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১৪ জনকে আটক করেছে ফরিদপুর র‌্যাব ৮ এর একটি দল। এই হোটেল থেকে একাধিকবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল অনেক নারী-পুরুষ। তারপরও ক্ষান্ত হয়নি মালিক পক্ষের যৌন ব্যবসা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রভাবশালী এক নেতা এই হোটেলে নিয়মিত আসা যাওয়া করায় কেউ ভয়ে কথা বলার সাহস রাখে না। একারণেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন মালিক কর্তৃপক্ষ। র‌্যাবের ফরিদপুর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন জানান, গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় অবস্থিত রোজ গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে ৭ জন নারী, হোটেল ম্যানেজার, দুইজন খদ্দের ও ৪ ইয়াবা ব্যাসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে আদালতের দুই বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ও মোঃ রাকিবুজ্জামান অসমাজিক কাজে জড়িত থাকায় তিন নারীকে ১৫ দিন, ৪ নারীকে ৭ দিন কারাদন্ড প্রদান করেন। এছাড়া হোটেল ম্যানেজার আব্দুল ওদুদকে ১ মাস, দুই খদ্দেরকে ১৫ দিন কারাদন্ড দেয়া হয়। তিনি বলেন একই সময় ওই হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ মাদক ব্যাবসায়ীর মধ্যে ২ জনকে এক বছর ও দুই জনকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্তৃপক্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ