Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কার্ডিফ স্কুলে জমজমাট সৃজনশীল চিত্রকর্ম ও আইপিসি প্রদর্শনী

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শিশুরা সৃজনশীল এবং আমাদের প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করলে ভবিষ্যতে এসব শিশুরা দেশকে সুখ, সমৃদ্ধি ও উনড়বয়নের পথে পরিচালিত করবে। এই লক্ষ্য সামনে রেখে গত ৩১ মার্চ রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ২ দিনব্যাপী সৃজনশীল চিত্রকর্ম বা ক্রিয়েটিভ আর্ট ও আইপিসি প্রজেক্ট প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কার্ডিফ স্কুলের ডিরেক্টর ও এ জে গ্রæপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। কার্ডিফ সবসময়ই সৃজনশীল শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর মুস্তাফিজুল হক। তিনি বলেন, কার্ডিফ শিক্ষার্থীদের সৃজনশীল চিত্রকর্ম ও বিভিন্ন ধরণের প্রজেক্টের প্রদর্শনী আমাকে মুগ্ধ করেছে। এ ধরনে উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আমাদের সবার উচিত শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দান করা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে কার্ডিফ স্কুলের অধ্যাপক এএমএম খায়রুল বাশার তার বক্তৃতায় বলেন, কার্ডিফ স্কুলের শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে তাদের চিত্রকর্ম ও প্রজেক্টগুলো তৈরি করেছে যা তাদের সৃজনশীলতাকে আরো সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের আঁকা ছবি প্রদর্শনীর পাশাপাশি বিক্রি করা হবে। বিক্রিত অর্থের অংশ বিশেষ সমাজ সেবায় ব্যয় করা হবে। ধানমÐিতে স্কুলের প্রধান শাখার মিলনায়তনে প্রদর্শিত শতাধিক চিত্রকর্ম এবং ক্রিয়েটিভ প্রজেক্টগুলোর এ প্রদর্শনী চলে ১ এপ্রিল পর্যন্ত পর্যন্ত যা সবার জন্য উন্মুক্ত ছিল। পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রদর্শনীটি শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্ডিফ স্কুলে জমজমাট সৃজনশীল চিত্রকর্ম ও আইপিসি প্রদর্শনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ