Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের মাধ্যমে স্বাধীনতা অর্জনকে নস্যাৎ করতে দেয়া যাবে না -পীর সাহেব বাহাদুর শাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:৪৫ এএম

জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড একে অপরের পরিপূরক। দু’টোই জাতিকে ধ্বংস ছাড়া আর কিছুই উপহার দিতে পারে না। উন্নয়নের মহাসোপানে যখন বাংলাদেশ চলমান, ঠিক সে সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিস্তার ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মানকে ভূলুন্ঠিত করার জন্য এক শ্রেণীর দুষ্কৃতকারী উঠে পড়ে লেগেছে। তারা রাজাকার আল-বদর, আল-শামস কে সাথে নিয়ে দেশ বিরোধী নানান অপকর্মে লিপ্ত। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত, ঠিক তখন দূর্নীতিবাজরা দূর্নীতির দায়ে আদালতের বিচারে কারাগারে। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন নির্বাচন হতে হবে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রত্যয়ে।

গতকাল শনিবার সকালে দিনব্যাপী রাজধানী ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন (আইডিইবি) মিলনায়তনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র উদ্যোগে “স্বাধীনতার অঙ্গীকারঃ জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন” শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল­ামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এসব কথা বলেন। তিনি আরো বলেন- জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত থাকবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১০০ (একশত) আসনে নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে।
আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আল­ামা খন্দকার গোলাম মওলা নক্সবন্দি।

আলোচনা সভা প্রস্তুতি কমিটির আহবায়ক খাজা আরিফুর রহমান তাহেরী ও সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- দলের মহাসচিব আল­ামা জয়নুল আবেদীন জোবাইর, ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দিন, আবু হানিফ মধুপুরী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল­ামা কাজী আনোয়ারুল ইসলাম খান, আল­ামা মোশাররফ হোসেন হেলালী, বিভাগীয় সাংগাঠনিক সচিব এইচ.এম. মুজিবুল হক শুক্কুর (চট্টগ্রাম), কুতুবুল হাসান চৌধুরী (সিলেট), অর্থ সচিব এ্যাডভোকেট শাহীদুল আলম রিজভী, দপ্তর সচিব এম. মনির হোসাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ