Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ ঘুষ দুর্নীতিতে ভরে গেছে : কাদের সিদ্দিকী

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশে ঘুষ, দুর্নীতিতে ভরে গেছে; ৪ হাজার কোটি টাকা দুর্নীতি হলেও কিছুই হয় না। অথচ খালেদা জিয়া এতিমের টাকা খেল না কেন? সেজন্য জেল দিয়েছে। আবার জেল হবার পর সাবেক প্রধানমন্ত্রী হিসাবে এমনিতেই ডিভিশন পায়, তবুও তার জন্য ডিভিশন চাইতে হয়। তিনি বলেন, দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে নৌকা ১০ হাজার ভোট পাবে, এরকম সারাদেশেই হবে। এদেশে আর ২০১৪ সালের মতো নির্বাচন হবে না। গতকাল শনিবার বিকেলে সখিপুর বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ ্এর আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি অ্যাড.রফিকুল ইসলাম, সখিপুর কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আতোয়ার রহমান, সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, হাবিবুন্নবী সোহেল প্রমুখ। জনাব কাদের সিদ্দিকী বলেন, দেশে অনেক ভূয়া মুক্তিযোদ্ধা হয়েছে, ভূয়া মুক্তিযোদ্ধাদের ভূয়া বলা যাবে কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভুয়া বলা যাবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের সিদ্দিকী

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ