বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারত থেকে পাচার হয়ে আসা এক ট্রাক বিস্ফোরক আতশবাজি আটক করেছে কাস্টমস কর্মকর্তরা । বেনাপোল কাস্টমস হাউসের বাশকল এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় ট্রাকভর্তি আতশবাজিসহ ২ জনকে আটক করা হয়। সীমান্তবর্তী তেরঘর এলাকা থেকে ট্রাকভর্তি বিস্ফোরক আতশবাজি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে বিপুল পরিমান বিস্ফোরক পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস’র আইআরএম এর একটি দল কাস্টমস হাউসের সামনে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো -ন-১৩-৬১৩৪ নাম্বারের একটি কাভার্ড ভ্যান আটক করে। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী চালিয়ে ৩০ কার্টুন আতশবাজি জব্দ করা হয়। কাভার্ড ভ্যানের সাথে থাকা ২ জনকে আটক করা হয়।
আটক সেলিম ঢাকার পল্লবীর সিরাজুল ইসলামের ছেলে এবং আসাদুজ্জামান বেনাপোলের পুটখালি গ্রামের সামাউল মোড়লের ছেলে। চোরাচালানি চক্র ২৬ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বেনাপোলের দৌলতপুর তেরঘর সীমান্ত দিয়ে ওই আতশবাজি ভারত থেকে কিভাবে পাচার করে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এটা দেশের বৈধ আমাদানি বাণিজ্য তথা গোটা নিরাপত্তা ব্যবস্থার জন্য অশনিসংকেত।
বিভিন সূত্রে জানা যায়, চোরাচালানী সামছুল আলম এ সকল ঘটনা ঘটিয়েছে বলে ট্রাক ড্রাইভার ও ট্রাকে সাথে থাকা আসাদুজ্জামান চঞ্চল নিশ্চিত করেছে। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, কি কারনে দেশের অভ্যন্তরে এত বিপুল পরিমান আতশবাজি পাচার করে দেশের অভ্যন্তনে আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। একটি প্রভাবশালী মহল এই বিস্ফোরকের চালান পাচার করছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।