Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভয়াবহ অগ্নিকেন্ডে তিনটি বসতঘর ভস্মীভূত

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর ভষ্মিভুত হয়েছে। গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ জোর পুকুর পাড় এলাকার পেঠান ফকিরের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটে। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্র পাত হয় বলে জানা যায়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় আগুনের সুত্রপাত হলে ইসহাক,মোঃ হানিফ,মোঃ আলম এর ঘর পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ৩০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে তিনটি বসত ঘর সম্পূর্ণ ভষ্মিভুত হয়। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা জাকের হোসেন জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি বলেন,মেখল-গড়দুয়ারা আজিজিয়া মজিদীয়া সড়কের বিভিন্ন স্থানে স্পীড ব্রেকারের কারনে দ্রত গাড়ী চালাতে সমস্যা হয়। দ্রুত এব্যপারে সমাধান না করলে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান বেশি হবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকেন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ