Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বাধীনতা কাপ টি-২০’র চ্যাম্পিয়ন ব্রাদার্স

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অবশেষে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন সিজেকেএস ইস্পাহানি স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ দলটি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা হাতছাড়া করলেও টি-২০ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে খেলোয়াড়রা আনন্দে মেতে উঠেছে তাও আবার ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ী হয়ে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইস্পাহানি সব উইকেট হারিয়ে ১২০ রানের বিপরীতে ব্রাদার্স কোন উইকেট না হারিয়ে ১২২ রান করে। তাদের দুই অপরাজিত ব্যাটসম্যান মিরাজুল ৭৭, সাদিকুর ৪০ রান করে। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে মিরাজুল। এছাড়া টুর্ণামেন্টের সর্বোচ্চ (২৪৯) রান সংগ্রহকারী ইস্পাহানির ইরফান শুক্কুর, টুর্ণামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ব্রাদার্সের সাখাওয়াত হোসেন পেয়েছে পুরস্কার। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্পাহানি গ্রæপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, সিজেকেএস’র সহ-সভাপতি হাফিজুর রহমান, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস, মিনহাজ উদ্দিন আহমেদ ও দিদারুল আলম চৌধুরী, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১০টি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে গত ২০ মার্চ থেকে এবারের স্বাধীনতা কাপ টি-২০ টুর্ণামেন্ট শুরু হয়েছিল এবং গতকাল এর সমাপ্তি হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ