Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ হলো বিউটির প্রেমসাধনার মিউজিক ভিডিও

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রকাশ হলো লালন কন্যাখ্যাত সংগীতশিল্পী বিউটির ‘প্রেমসাধনা’ গানের মিউজিক ভিডিও। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সজীব দাস। এর আগে লিরিক্যাল ভিডিও প্রকাশ হলেও এবার গানটির মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছে সংগীতা। গত ২৯ মার্চ সংগীতার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ বাবুল। এতে মডেল হয়েছেন সুজন খান ও তল্পি। গানটি প্রসঙ্গে বিউটি বলেন, ‘আমার মনের মতো একটি গান হয়েছে। এর আগে অডিও গান যারাই শুনেছেন তারাই প্রশংসা করেছেন। মিউজিক ভিডিও এখন সময়ের চাহিদা। গান যতই ভালো হোক না কেন মিউজিক ভিডিও ছাড়া শ্রোতারা শুনতেই চান না। গানটির ভিডিও করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ। আশা করছি, মিউজিক ভিডিওর মাধ্যমে গানটি শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে।’ উল্লেখ্য, আনন্দের গান-৪ অ্যালবামের টাইটেল সং ‘প্রেমসাধনা’। এ অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন বিউটি, সালমা ও ঐশী। জানা যায়, অন্য দুটি গানের মিউজিক ভিডিও শিগগির প্রকাশ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক

২৮ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ