Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাহিনীকার এম এ শহীদের সফল অস্ত্রপ্রচার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গত ১১ মার্চ ব্রাংকাইটিজ, অ্যাজমা ও হার্নিয়াসহ নানা সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ শহীদ। গত ২৯ মার্চ প্রফেসর ডা. তপন কুমার সাহার অধীনে তার হার্নিয়ার সফল অস্ত্রপ্রচার হয়। অপারেশনের পর নিবির পর্যবেক্ষণের জন্য রাখা হয় তাকে। প্রায় ৭ ঘন্টা পর জ্ঞান ফিরে তার। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর কেবিনে আছেন। দ্রুত সুস্থতার জন্য শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এম এ শহীদ। খ্যাতিমান নির্মাতা এসএম শফি ও আমজাদ হোসেনের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এম এ শহীদ। চলচ্চিত্রের একজন গুণী স্ক্রিপ্ট রাইটার হিসেবে দারুণ খ্যাতি রয়েছে তার। ‘হৃদয়ের কথা’, ‘শিরি ফরহাদ’, ‘রাজা সূর্য খাঁ’, ‘এক জনমের ভালোবাসা’ তার মধ্যে অন্যতম। একজন প্রামাণ্য নির্মাতা হিসেবেও খ্যাতি রয়েছে তা। তিনি সর্বশেষ জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রপ্রচার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ