Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় বজ্রপাতে নিহত ৩

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ৭:১৪ পিএম

পাবনায় বজ্রপাতে সুজানগর উপজেলায় ৩জন কৃষিজীবী মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় ঐ উপজেলার হাটখালি পেঁয়াজের জমি পাহার দেওয়ার সময় সময় শুরু হওয়া ঝড় শিলাবৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ৩জন তারা মারা যান। নিহতরা হলেন, উপজেলার মানিকহাট ইউনিয়নের বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের পুত্র দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার পুত্র আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর পুত্র লইম উদ্দিন (৫০)। রাতভর তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে মাঠে লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ১১ টার দিকে তাদের লাশ উদ্ধার করে এবং সনাক্ত হওয়ার পর এবং মৃত্যুর কারণ বজ্রপাত হওয়ায় ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।গত শুক্রবার পাবনা সদর উপজেলাসহ ৯টি উপজেলার উপর দিয়ে প্রবল বেগে চৈত্রে কাল বৈশাখীর ন্যায় ঝড়-শালা বৃষ্টি ও বজ্রপাত হয়। বিকাল ৫টার দিকে পাবনা সদর উপজেলায়, সাড়ে ৫টার দিকে আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া ফরিদপুর এবং সন্ধ্যার পর সুজানগরসহ অপর উপজেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে বজ্রপাতে ৩ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন। প্রায় শত দুর্বল কাঁচা-ঘর বাড়ি বিধ্বস্ত হয়। গম, আমের কুড়ির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কোন স্থানে প্রায় আধা কেজি ওজনের ব্যাপক শীল পড়ে গমের ক্ষেত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। চাটমোহরে মহিলাসহ ২০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৫জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীলে গুরুতর আহত রমিছা খাতুনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ