Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ওয়াসা’র নির্মাণ প্রকল্পে শ্রমিক অসেন্তাষ

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার রূপসা উপজেলায় ওয়াসার সর্ববৃহৎ জলাধার (ওয়াটার রিজার্ভার) নির্মাণ কাজে শ্রমিক অসন্তোষে গত দু’দিন ধরে আংশিক কাজ বন্ধ রয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্তি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। জানা গেছে, চুক্তি অনুসারে গত ফেব্রæয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসে ২৭শ’ পাইলিং নির্মাণের কথা রয়েছে। কিন্তু কাজের ধীর গতিতে গত দু’মাসে মাত্র ২৭০টির মতো পাইলিং নির্মাণ হয়েছে। ফলে বাকী তিন মাসে আরো ২৪শ’ পাইলিং নির্মাণ একরকম অসম্ভব হয়ে পড়েছে।
প্রকল্পের মধ্যে মালামাল আনা-নেওয়ার পথ (এক্সেস রোড) কর্দমাক্ত, ১০এমএম রডের সরবরাহ না থাকা ও কনক্রিট মিক্সারের (ঢালাই) অভাবে পাইলিং শ্রমিকরা গত দু’দিন ধরে আংশিক কাজ বন্ধ রেখেছেন। এ ব্যাপারে ওয়াসা’র কর্মকর্তাদের জানানো হয়েছে। জানা গেছে, রূপসায় সামন্তসেনা এলাকায় ওয়াসার ৪৮৫ কোটি ৬৪ লাখ টাকার এ প্রকল্পে অর্থায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা। ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্প এলাকায় ২৭শ’ পাইলিং এর জন্য রাফি এন্টারপ্রাইজের সাথে চুক্তি করে। কিন্তু শ্রমিকরা জানিয়েছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান যথাসময়ে মালামাল সরবরাহ না করায় কাজের ধীর গতি হয়ে পড়েছে। তারা জানায়, মাটি বোরিং (গর্ত) করে তাতে লোহার খাচা দিয়ে রাখলেও যথাসময়ে তাদেরকে কনক্রিট ঢালাই সরবরাহ করা হচ্ছে না। ফলে প্রতি ২৮ মিটার গভীরতার বোরিং-এর নীচের দিকে ৮ মিটারের বেশি জায়গা বালি ও কাদামাটিতে বন্ধ হয়ে যাচ্ছে। এতে পাইলিং এর কাজের মাণ নষ্ট হচ্ছে।
রাফি এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার মোঃ মতিউর রহমান জানান, পঞ্চাশ টন ১০এমএম রডের চাহিদা দেওয়া হয়েছিল গত সপ্তাহে। এখনো তা’ সরবরাহ না করায় লোহার খাচা বানানো বন্ধ হয়ে গেছে। এতে ৫৫ শ্রমিক দু’দিন ধরে বেকার বসে আছেন। প্রকল্পের মধ্যে রাস্তা কর্দমাক্ত থাকায় মালামাল আনা-নেওয়ার কাজও এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল। পরে পাইলিং নির্মাণকারী প্রতিষ্ঠান চুক্তির বাইরে নিজের অর্থে শ্রমিকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন।
অভিযোগ রয়েছে, নির্মাণকাজের সময় ও বাজেট বৃদ্ধি করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার কোম্পানি ধীর গতিতে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় ওয়াসা’র নির্মাণ প্রকল্পে শ্রমিক অসেন্তাষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ