Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা রেখে পথে নামুন -মওদুদকে জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তিসহ দেশে রাজনৈতিক পারিবর্তন আনার আন্দোলন জোরদার করতে মওদুদ আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে এক আলোচনা সভায় এই পেশাজীবী নেতা দলের ‘থিংক ট্যাংকরা’ কাজ করছেন না বলেও অভিযোগ করেন।
জাফরুল্লাহ বলেন, হাসিনা (প্রধানমন্ত্রী) কিন্তু ১৪ ঘণ্টা কাজ করেন। মওদুদ সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারাও প্রয়োজন পড়লে এই বিচারহীন বিবেকহীন আদালতের ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েন। আপনাদের স্থায়ী কমিটি আরো পথে-ঘাটে বের হোন। আপনাদের (বিএনপির) থিংক ট্যাংকরা কাজ করছে না। তাদেরকে কী কী পরিবর্তন আনতে হবে, সেদিকে আপনাদের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। খালেদা জিয়া কারাগারে থাকলেও একাদশ নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।
খালেদা জিয়া তো নিজেই বলেই দিয়েছেন, উনি যেখানেই থাকুন আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেন। আপনারা নির্বাচনে করবেন এই নিয়ে দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। নির্বাচনে সুষ্ঠুভাবে অংশগ্রহণই হবে সুষ্ঠু বিচারের একটা অন্যতম পদক্ষেপ। তাতেই হবে উনার (খালেদা জিয়া) মুক্তি, দেশের মুক্তি এবং আমাদের মুক্তি।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলাটিকে ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়ে সাজা দেওয়ায় আদালতের সমালোচনা করেন জাফরুল্লাহ। তিনি বলেন, দুদকের মামলায় কিন্তু খালেদা জিয়াকে অভিযুক্ত প্রমাণ হয়েছে বলে বিচারক লিখেন নাই, শাস্তি দেন নাই। শাস্তি দিয়েছেন একটা ভিন্ন জায়গাতে- প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছে উনি।
আমার প্রশ্ন- আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকে ১২৩ একর জমি ভূমি দখল করে দিলেন, সেটাও কি ক্ষমতার অপব্যবহার ছিল? উনি আমাদের প্রতিষ্ঠানের নাম স্থিরকরণেও সাহায্য করেছিলেন। কিন্তু সেটা কি ক্ষমতার অপব্যবহার? প্রধানমন্ত্রী ছাত্রলীগের অত্যাচারে রফিকসহ কয়েকজনকে বিদেশে টাকা দিয়ে পাঠিয়েছেন চিকিৎসার জন্য- মানবিক কাজ করেছেন, মানবতার দাত্রী হয়েছেন। এটা কি ক্ষমতার অপব্যবহার?
উনার ওটা যদি ক্ষমতার অপব্যবহার না হয়, খালেদা জিয়ার এই টাকার স্যাংকশন করা বা বলা, লিখিত বা অলিখিতভাবে- এটা কখনোই ক্ষমতার অপব্যবহার হতে পারে না। এখানে আসছে বিচারকদের বিবেকহীনতা, বিচারহীনতা, জ্ঞানের অভাব, মেধাশূন্যতা।
মুক্তিযোদ্ধাদের বোনাস দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, আমরা মওদুদসহ মুক্তিযুদ্ধ করেছিলাম কিছু পাওয়ার প্রত্যাশায় নয়। হাজার হাজার লোক আমরা যুদ্ধ করেছি আজকে একটা সুন্দর দেশ হবে। ঘুষ দিয়ে দেশ চলবে এটা প্রত্যাশা না। আজকে মুক্তিযোদ্ধাদের পাঁচটা বোনাস। আমাকে এভাবে চড় দেওয়ার তো অর্থ নাই। আমি যতটুকু পারি করেছি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। কিন্তু আমাকে কেন ঘুষ দিতে চাইছেন?
অথচ মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পন্ন করছেন না, ৩০ লাখ নিয়ে বিভ্রান্তি আছে, সেই তালিকা সম্পন্ন করেন না। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই এই তালিকা সম্পন্ন করার চেষ্টা করেছেন। সেজন্য যখনই বঙ্গবন্ধুর কথা ভাবি তখন আমার হৃদয়ে দুঃখ ও আনন্দ দুইটাই হয়।



 

Show all comments
  • Rakib Ahmed ৩১ মার্চ, ২০১৮, ৩:২৩ এএম says : 0
    sobai businessman hoye gele politics er ai obostha to hobe
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩১ মার্চ, ২০১৮, ৯:৪৫ পিএম says : 0
    দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তিসহ দেশে রাজনৈতিক পারিবর্তন আনার আন্দোলন জোরদার করতে মওদুদ আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শ দিয়ে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন “হাসিনা (প্রধানমন্ত্রী) কিন্তু ১৪ ঘণ্টা কাজ করেন, আপনারাও প্রয়োজন পড়লে এই বিচারহীন বিবেকহীন আদালতের ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েন। আপনাদের স্থায়ী কমিটি আরো পথে-ঘাটে বের হোন। আপনাদের (বিএনপির) থিংক ট্যাংকরা কাজ করছে না। তাদেরকে কী কী পরিবর্তন আনতে হবে, সেদিকে আপনাদের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। খালেদা জিয়া কারাগারে থাকলেও একাদশ নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি। এটাই বিএনপির করা উচিৎ মানতেই হবে কিন্তু জাফরুল্লাহর এসব ভাল ভাল কথা বিএনপির নেতাদের কানে কখন ঢুকেনি এবং ভবিষতেও ঢুকবেনা এটাই সত্য। জাফরুল্লাহ যতই চেষ্টা করুক না কেন তিনি বিএনপিকে লাইনে আনতে পারবেন না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসা

১৩ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ