Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিয়ালের কান্ড

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

শিয়ালের কান্ডে ডাকতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তার পর শান্তি মিলেছে ভবনের বাসিন্দাদের। রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৮১ নম্বর বাড়ির নিচ তলায়। ওই বাড়িটির মালিক প্রকৌশলী জাবেদ আলী। গতকাল দুপুরে ওই বাড়িতে ঢুকে পড়ে এক শিয়াল। নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান অনেক চেস্টা করার পর তাকে বাসা থেকে বের করে দিতে ব্যর্থ হয়। পরে ডাকা হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে বাসা থেকে শিয়ালটি উদ্ধার করে উত্তরা ১৮ নম্বর সেক্টরের ফাঁকা জায়গায় ছেড়ে দেয়।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানান, বাসায় ঢুকে শিয়ালটি দৌড়াদৌড়ি করতে থাকে। বিষয়টি দেখে বাসার লোকজন আতংকিত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা বাসার বাইরে চলে যায়। তারপর বাসার লোকজন ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করে শিয়ালটি তাড়াতে না পেরে ৯৯৯ নম্বরে কল দেন। ৯৯৯ থেকে সংবাদ দেয়া হয় উত্তরার ফায়ার সার্ভিসকে। তারপর ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘন্টা চেস্টার পর ওই বাসা থেকে শিয়ালটিকে জীবিত উদ্ধার করে। শিয়ালটি উত্তরা ১৮ নম্বর সেক্টরের খোলা স্থানে ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে শিয়ালটি জীবিত উদ্ধার করেছে। শিয়ালটি যাতে মানুষকে আক্রমন করতে না পারে সেদিকে খেয়াল রাখা হয়। শিয়ালটি উদ্ধার করায় বাসার লোকজন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিয়াল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ