বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। গতকাল শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া পৌছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করেন। পরে তিনি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, প্রো ভিসি (শিক্ষা) আধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সনাল, মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিষ্ট্রার অধ্যাপক ডা.এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান দুলাল, সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আধ্যাপক ডা. আবু নাসার রিজভীসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, সিভিল সার্জন ডা.রবিউল হাসান, গোপালগঞ্জ বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. চৌধূরী শফিকুল আলম, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডা. প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরপর ভিসি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। দুপুর ১ টায় স্থানীয় সরকার বিভাগের নব নিযুক্ত সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রাধন প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ.কে ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু সহ প্রশাসন ও প্রকৌশল বিভাগের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।