Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টিনটিন’ সিকুয়েল নিশ্চিত করলেন স্পিলবার্গ

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ নিশ্চিত করেছেন ‘টিনটিন টু’ অবশ্যই তা নির্মিত হবে, তবে অচিরেই নয়।
স্পিলবার্গ (৭১) পরিচালিত ‘দি অ্যাডভেঞ্চার অফ টিনটিন’ ২০১১তে মুক্তি পায়। বেলজীয় কার্টুনিস্ট জর্জ রেমি ওরফে এর্জে’র লেখা ‘দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ’, ‘দি সিক্রেট অফ দি ইউনিকর্ন’ এবং ‘রেড রেখাম’স ট্রেজার’ তিনটি কমিক অ্যালবাম নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়।
‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ সিরিজের জন্য খ্যাত পিটার জ্যাকসন সিকুয়েলটি পরিচালনা করবেন।
সিরিজের প্রথম পর্বটি মুক্তি পাবার পর সিকুয়েল নিয়ে তেমন কোনও জোর আওয়াজ পাওয়া না গেলেও স্পিলবার্গ জানিয়েছিলেন, পর্বটি নির্মাণ করবেন জ্যাকসন।
“পিটার জ্যাকসনকে দ্বিতীয় পর্ব নির্মাণ করতে হবে। সব ঠিক থাকলে তিনি অচিরেই চিত্রনাট্য লেখা শুরু করবেন। সাধারণভাবে এনিমেশনের কাজ করতে দুই বছর লাগে বলে তিন বছরের আগে আপনারা ফিল্মটি দেখতে পাবেন বলে মনে হয় না। তবে, পিটার লেগে আছেন,” স্পিলবার্গ বলেন।
এর্জে ১৯২৯ থেকে ‘অ্যাডভেঞ্চার অফ টিনটিন’ সৃষ্টি শুরু করেন। সিরিজের কমিকগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং প্রধান সব ভাষায় অনুদিত হয়।
ছবিঃ টিনটিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘টিনটিন’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ