বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) শাহজাহান কবিরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা দেড়টার দিকে শহরের কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মন্ডল জানান, গত বুধবার (২৮ মার্চ) অফিস চলাকালীন কয়েকজন ব্যক্তির অবৈধ আব্দার না শোনায় তাদের সাথে তাঁর বাকবিতন্ডা হয়। এরপর যথানিয়মে অফিসিয়াল কার্যক্রম শেষে পাসপোর্ট অফিসের কোয়ার্টারে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। গতকাল দুপুরে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কোয়ার্টার থেকে বের হয়ে রিকশায় রওনা হন। পথিমধ্যে কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনে পৌঁছালে ৩-৪জন মুখোশধারী ব্যক্তি তাকে বহনকারী রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটে পড়লে মুখোশধারী ব্যক্তিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি এ ব্যাপারে সাংবাদিকদের জানান, জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হামলাকারিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।